মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন আলীনগর ইউনিয়নে তখন শিক্ষা গ্রহনের ব্যবস্থা ছিল না। ছিল শুধুমাত্র একটি মক্তব ক্যাটাগরির আরবী শিক্ষার মাদ্রাসা। কালিনগর গ্রামের দুইটি প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য সেই পূর্ব আমল থেকেই। এক হল সরদার গোষ্ঠী আরেক হল হাওলাদার গোষ্ঠী। সরদার গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবুল হাসেম সরদার আর হাওলাদার গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন মরহুম মুন্সি জাবেদ আলী হাওলাদার। এরা সম্পর্কে আপন মামাতো-ফুফাত ভাই কিন্তু স্থানীয় রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দী। হঠাৎ তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলো এবং তারা সিদ্ধান্ত নিলেন যে এলাকার ছেলে মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এলাকার আরো কিছু শিক্ষানুরাগী ব্যক্তি যেমন, মরহুম আনছার উদ্দিন বেপারী, মরহুম শওকত আলী সরদার, মরহুম লেহাজ উদ্দিন আকন, মরহুম আরজ আলী সরদার, মরহুম দলিল উদ্দিন হাওলাদার, মরহুম মমতাজ উদ্দিন সরদার, মরহুম সোনামিয়া হাওলাদার, মরহুম আঃ রব সরদার, মরহুম আঃ লতিফ সরদার প্রমুখ। এদের মধ্যে কেউ জমি দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন কেউবা আবার শারীরিক শ্রম দিয়েছেন। যার ফসল আজকের কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়।
১৯৫১ সালের ০১ জানুয়ারী জুনিয়র স্কুল হিসেবে যাত্রা শুরু করে অনেক প্রতিকুল পরিবেশ পার করে বিদ্যালয়টি ১৯৬৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৭১ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র কালকিনি উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান জনাব হাবীবুর রহমান আজাদ, দ্বিতীয় উপজেলা চেয়ারম্যান জনাব মরহুম ইউনুস সরদার, আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ হাফিজুর রহমান মিলন। এছাড়াও অনেক শিক্ষার্থী সরকারের সচিব, ইঞ্জিনিয়ার, বিচারক, ডাক্তার, শিক্ষক সহ বিভিন্ন পেশায় থেকে দেশের সেবা করে যাচ্ছে।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। প্রতি শ্রেণিতে একাধিক শাখা বিদ্যমান। বিদ্যালয়টিতে বর্তমানে সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞানাগার, আইসিটিডি কম্পিউটার ল্যাব রয়েছে যা শিক্ষার্থীরা জ্ঞান অনে¦ষনে প্রতিনিয়ত ব্যবহার করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়টিতে প্রতিনিয়ত খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান পালনসহ সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুশীলন হয়ে থাকে। প্রতিষ্ঠানটির প্রধান বৈশিষ্ট্য শৃঙ্খলা বোধ, পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সু-সজ্জিত শ্রেণি কক্ষ।
পরিশেষে প্রত্যাশা রাখি আগামী দিনে এখানে লেখাপড়া করে শিক্ষার্থীগণ সমাজে আরও বেশি প্রতিষ্ঠা লাভ করুক, দেশ সেবায় নিজেদের আত্মনিয়োগ করুক।
মোঃ সোহরাফ হোসেন
প্রধান শিক্ষক
কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়
কালকিনি, মাদারীপুর।
" " "
" " "
" " "
" " "
" " "